Ajker Patrika

টঙ্গীতে চলন্ত পিকআপভ্যানে আগুন দিল দুর্বৃত্তরা, চালকের হাত দগ্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে চলন্ত মালবাহী পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে চালকের হাত দগ্ধ হয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা পিকআপভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পিকআপভ্যানটি গাজীপুর থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে মালবাহী পিকআপভ্যানে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপভ্যানে থাকা ফয়েল পেপার ও চালকের আসনটি পুড়ে যায়। আগুন নেভানোর সময় দগ্ধ হন চালক আব্দুল বারেক। পরে তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানান স্থানীয় লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত