Ajker Patrika

ইশরাককে দায়িত্ব না দিলে ‘ঢাকা অচল’ করার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৫, ২০: ৩৩
আজ মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁর সমর্থকেরা। তাঁরা ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যা ঢাকাকে কার্যত অচল করে দেবে।

আজ মঙ্গলবার বিকেলে টানা ষষ্ঠ দিনের কর্মসূচি শেষে এই নতুন আলটিমেটাম ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার সকাল ১০টায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি দেব।’

উল্লেখ্য, গত বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। টানা চার দিন ধরে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে রাখায় সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত