Ajker Patrika

সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে পড়ে দম্পতি আহত

কক্সবাজার প্রতিনিধি
সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে পড়ে দম্পতি আহত। ছবি: আজকের পত্রিকা
সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে পড়ে দম্পতি আহত। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সমুদ্রসৈকতে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দুপুরে সৈকতের দরিয়ানগর পয়েন্টে মোহাম্মদ ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় আকাশে ওড়ার আগে ছিটকে আহত হন দুজন।

নাফিজ ইনতেসার নাফি বলেন, ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনার মালপত্র জব্দ করা হয়েছে। তবে মালিক ও কর্মীদের কাউকে পাওয়া যায়নি। একই সঙ্গে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আহতদের পরিচয় ও তাঁদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।

নাফিজ ইনতেসার আরও বলেন, ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত সৈকতে প্যারাসেইলিং বন্ধ থাকবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটক দম্পতি দুই পা ও কোমরে আঘাত পেয়েছেন। ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের লোকজন আহত দম্পতিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

দুর্ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টসের মালিক মোহাম্মদ ফরিদ। তিনি বলেন, প্যারাসেইলিং করতে গিয়ে দম্পতি আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত প্যারাসেইলিং পয়েন্টে নামার রাস্তা নিয়ে এক জমির মালিকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে তাঁকে বেকায়দায় ফেলতে এ ধরনের কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত