Ajker Patrika

‘চীনে রপ্তানি হবে ১ লাখ ২০ হাজার টন আম’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২৩: ২৬
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘এবার চীনে ১ লাখ ২০ হাজার টন আম রপ্তানি হবে। আগামী ৩ বছরের মধ্যে ৩ থেকে ৫ লাখ টন আম চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা যাবে। আমাদের সেইভাবে কাজ করতে হবে।’

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে রপ্তানিযোগ্য কয়েকটি আমবাগান পরিদর্শন করে দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা চিন্তা করেছি রাজশাহী এয়ারপোর্ট থেকে কার্গো সুবিধা চালু করার। সে ক্ষেত্রে এখানে প্রসেসিং বা প্যাকিং অটোমেটিক চালু হয়ে যাবে। আর আগামী মাসে হোটেল সোনারগাঁওয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক ও ব্যবসায়ীদের নিয়ে আম ও আমজাত প্রদর্শনীর মেলার আয়োজন করা হবে। এ ছাড়া আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট বসানো হবে।’

সিএনসিসিআইয়ের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (পণ্য) মো. শাহজালাল, চেম্বারের সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ ব্যবসায়ী ও আম উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত