Ajker Patrika

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি ঐক্য পরিষদের

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি ঐক্য পরিষদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে শিক্ষক ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকদের এই জোট ডিন ও সিন্ডিকেট নির্বাচনের আহ্বান জানিয়ে সব শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে। 

আজ রোববার সকালে ১০ জন শিক্ষক স্বাক্ষরিত এক স্মারকলিপিতে উপাচার্য বরাবর এসব দাবি জানানো হয়। তাতে বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধির নির্বাচনে একটি প্যানেলের সমর্থনে উপাচার্য ও প্রো-উপাচার্যদের পক্ষপাতদুষ্ট কার্যক্রমের নিন্দা জানানো হয়।

স্মারকলিপিতে সাতটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ডিন ও সিন্ডিকেট নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচনের আগে সব ধরনের নতুন নিয়োগ বন্ধ করা; বিভাগের প্রয়োজন না থাকলে কেবল দল ভারী করার জন্য শিক্ষক নিয়োগ না দেওয়া; নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য ও বয়োজ্যেষ্ঠ অধ্যাপকদের বাদ দিয়ে প্রায় সব বিভাগে আজ্ঞাবহ, অনভিজ্ঞ এবং তরুণ শিক্ষকদের সিলেকশন বোর্ডের সদস্য মনোনয়ন না দেওয়া।

এ ছাড়া জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, আইবিএ ও আইআইটি অনুষদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যাবশ্যক অবকাঠামো অতি দ্রুত নির্মাণের উদ্যোগ গ্রহণ করা; অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের দ্রুত স্থায়ী পদে পদায়ন; যথাযথ তদন্তসাপেক্ষে যৌন নিপীড়নের সব অভিযোগের নিষ্পত্তি করা; শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর অযাচিত ও নজিরবিহীন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়। 

স্মারকলিপিতে শিক্ষক ঐক্য পরিষদের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এনামুল, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক লুৎফুল এলাহী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মোতাহার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত