Ajker Patrika

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৬: ৪৩
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হাজতির নাম মো. আবু সাঈদ (২৫)। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। 

জেল সুপার জানান, গত বুধবার (৩০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে র‍্যাব। এদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

গতকাল বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় সাঈদকে। আজ শুক্রবার ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁর পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত