Ajker Patrika

‘আমি আবার বিকেলে আসতেছি’—মায়ের সঙ্গে শেষ কথা দুর্ঘটনায় নিহত যুবকের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২: ০৩
‘আমি আবার বিকেলে আসতেছি’—মায়ের সঙ্গে শেষ কথা দুর্ঘটনায় নিহত যুবকের

‘মা, আমি আবার বিকেলে আসতেছি। তোমার সাথে কথা আছে।’ এটাই ছিল মায়ের সঙ্গে সিয়ামের শেষ কথা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 

নিহত কাজী সিয়াম (২৪) গাজীপুরের কালীগঞ্জের পৈলানপুর এলাকার মৃত কাজী রুহুল আমিনের ছেলে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরিবার বলছে, সিয়াম গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি টঙ্গী এলাকায় থাকতেন। গতকাল সেখান থেকে ঈদের নামাজ পড়ে মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে যান। মায়ের সঙ্গে কথা বলে জানান, কিছু কাজ আছে সেগুলো সেরে আবার বিকেলে বাড়িতে ফিরবেন। বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে চড়ে পৈলানপুর বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি পেছনে বসে ছিলেন। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলচালক কিছুটা আহত হয়েছেন। 

নিহত সিয়ামের মা আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু কাজ আছে বলে সিয়াম বাইরে গেল। বলল, মা, আমি আবার বিকেলে আসতেছি। তোমার সাথে কথা আছে। কিন্তু ফিরল লাশ হয়ে।’ 

সিয়ামের মা আরও বলেন, ‘ওর বাবা মারা যাওয়ার পর থেকেই আমার ছেলে আমার সংসারকে ধরে রেখেছিল। সে ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমরা মেয়েও দেখছিলাম বিয়ে করাব বলে। এখন ছেলেকে হারিয়ে আমার সব শেষ হয়ে গেল।’ 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে থানায় আসি। ময়নাতদন্তের ব্যাপারে পরিবারের অনাপত্তি থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করি। এ ব্যাপারে কোনো মামলা রুজু হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত