Ajker Patrika

রাজধানীতে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

বাসস, ঢাকা  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (৯ মে) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) এবং আওয়ামী লীগ মনোনীত ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের (৫২)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। তাঁরা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় ডিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত