Ajker Patrika

শিশু শিক্ষা, সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২২
শিশু শিক্ষা, সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু শিক্ষা, সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। এখন সরকারি‑বেসরকারি সংস্থা মিলে নতুন উদ্যমে শিশু অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু শিক্ষা, সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সরকারি সহযোগিতা সংস্থা হিসেবে বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশের অবদান অনেক। ভবিষ্যতে শিশুদের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি বলেন, শিশুদের শিক্ষা ও সুরক্ষা ও তাঁদের মানসিক ও দক্ষতা উন্নয়নের জন্য যে কাজগুলো করছে তা সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ায় সরকারের যে অঙ্গীকার তা বাস্তবায়নেও বেসরকারি সংস্থাগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিশুদের উন্নয়নে শিক্ষার বিকল্প কিছু নেই। তিনি শিশুদের মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব আরোপসহ এডুকো বাংলাদেশের বর্তমান কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উৎসাহিত করেন।

বিগত পঁচিশ বছরে বাংলাদেশের শিশুদের সুরক্ষা ও শিক্ষার ক্ষেত্রে এডুকো বাংলাদেশের অর্জন ও সফলতার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে এডুকো বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ আগামী দিনগুলোতে সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এডুকো একটি স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে সংস্থাটি শিশুদের শিক্ষা, সুরক্ষা ও সার্বিক উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। এডুকো বাংলাদেশের কৌশলগত উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত