Ajker Patrika

শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি প্রদানের দাবি

শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান। 

ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’ 

বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’ 

নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’ 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব। 

সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত