নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’
বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’
নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।
সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’
বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’
নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।
সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১৮ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
২৬ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে