Ajker Patrika

১২ দিন ধরে নিখোঁজ, অর্ধগলিত লাশ মিলল খালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০: ২৯
১২ দিন ধরে নিখোঁজ, অর্ধগলিত লাশ মিলল খালে

নারায়ণগঞ্জ সদর উপজেলার এক ব্যাটারিচালিত ইজিবাইকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম অনিক মিয়া (২০)। গতকাল সোমবার রাত ১০টার দিকে গোগনগরের কাশিপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

অনিক সদর থানার পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আবুল হোসেন খোকনের ছেলে। ২ নভেম্বরের পর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে লাশ উদ্ধারের পর সকালে অনিকের বাবা হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন। 

আবুল হোসেন বলেন, ‘অনিক মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে ৭-৮ দিন পরে ফিরে আসত। ২ নভেম্বরের পরে আর বাড়ি ফেরেনি সে। আমরা পুরোনো স্বভাবের কারণে থানায় যোগাযোগ করিনি। রাতে লাশ উদ্ধারের পর এলাকাবাসীর মুখে বিবরণ শুনে হাসপাতালে এসে শনাক্ত করি।’ 

সদর নৌ-থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে লাশের খবর পেয়ে আমরা উদ্ধার করি। লাশটি অর্ধগলিত হয়ে যাওয়ায় কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা শনাক্ত করা যায়নি।’

ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এই ঘটনায় নিহতের পরিবার অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত