শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন—স্থানীয় কৃষক মোসলেম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. নাজমুল ইসলাম (২৮)। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা আল আমিন (২৫), ফেরদৌস (২৭) ও রাকিব (৩৫)।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোমেনুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মোসলেম উদ্দিনের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি পাশের জমিতে গিয়ে পড়ে। এ নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় কৃষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু এর জেরে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা মোসলেম উদ্দিন ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে অভিযুক্ত আল আমিন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে মোসলেম ও নাজমুলের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নাজমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন—স্থানীয় কৃষক মোসলেম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. নাজমুল ইসলাম (২৮)। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা আল আমিন (২৫), ফেরদৌস (২৭) ও রাকিব (৩৫)।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোমেনুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মোসলেম উদ্দিনের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি পাশের জমিতে গিয়ে পড়ে। এ নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় কৃষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু এর জেরে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা মোসলেম উদ্দিন ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে অভিযুক্ত আল আমিন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে মোসলেম ও নাজমুলের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নাজমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
২৩ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে সড়কে রক্তাক্ত অবস্থায় শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধ পড়ে ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে স্টার বেকারির বিপরীত পাশের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
২ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
২ ঘণ্টা আগে