বাংলাদেশসহ পাঁচটি দেশের তিনটি গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) ওপর কোভিড মহামারির ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ইনক্লুসিভ ফিউচার উদ্যোগের অংশ হিসেবে এসব গবেষণা পরিচালিত হয়। বাংলাদেশে পাঁচটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এ গবেষণায় সম্পৃক্ত ছিল।
আজ বৃহস্পতিবার গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সাইটসেভার্স, ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (ডিআইডি) এবং ইনক্লুসিভ ফিউচারস।
গবেষণায় দেখা গেছে—প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের সংগঠনগুলো মহামারিতে সরকারের পরিকল্পনায় এবং প্রতিক্রিয়ায় অনেকাংশে বাদ পড়েছে। এর ফলে তাঁদের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাই মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে নারী এবং শিশু প্রতিবন্ধীরা।
সরকারি তথ্যের অপ্রাপ্ততা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়ার কারণে অনেক প্রতিবন্ধী সরকারি সুবিধা পাচ্ছেন না।
গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এ সময় প্রতিবন্ধী ভাতা তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যথেষ্ট ছিল না বলেও গবেষণায় একাধিক প্রতিবন্ধী ব্যক্তি উল্লেখ করেছেন।
গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সংগঠনগুলোর প্রতিনিধি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। সাইটসেভার্সের লিসা মরিস এবং অয়ন দেবনাথ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশসহ পাঁচটি দেশের তিনটি গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) ওপর কোভিড মহামারির ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ইনক্লুসিভ ফিউচার উদ্যোগের অংশ হিসেবে এসব গবেষণা পরিচালিত হয়। বাংলাদেশে পাঁচটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এ গবেষণায় সম্পৃক্ত ছিল।
আজ বৃহস্পতিবার গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সাইটসেভার্স, ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (ডিআইডি) এবং ইনক্লুসিভ ফিউচারস।
গবেষণায় দেখা গেছে—প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের সংগঠনগুলো মহামারিতে সরকারের পরিকল্পনায় এবং প্রতিক্রিয়ায় অনেকাংশে বাদ পড়েছে। এর ফলে তাঁদের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাই মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে নারী এবং শিশু প্রতিবন্ধীরা।
সরকারি তথ্যের অপ্রাপ্ততা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়ার কারণে অনেক প্রতিবন্ধী সরকারি সুবিধা পাচ্ছেন না।
গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এ সময় প্রতিবন্ধী ভাতা তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যথেষ্ট ছিল না বলেও গবেষণায় একাধিক প্রতিবন্ধী ব্যক্তি উল্লেখ করেছেন।
গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সংগঠনগুলোর প্রতিনিধি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। সাইটসেভার্সের লিসা মরিস এবং অয়ন দেবনাথ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে