Ajker Patrika

জুম্ম জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুম্ম জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা

পাহাড়ি মানুষের কাছে এক জনপ্রিয় নেতা ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। পাহাড়ি জনতার প্রাণের দাবিতে তিনি সারা জীবন আন্দোলন করে গেছেন। জুম্ম জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। ১৯৯৭ সালের দুই ডিসেম্বর তাঁর আন্দোলনের সফলতা অর্জিত হয় শান্তিচুক্তির মাধ্যমে। আজ বুধবার সকালে বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনলাইন আলোচনা সভায় এমন তথ্য তুলে ধরেন আলোচকেরা।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে আরও বেশি উজ্জীবিত হতে হবে। এম এন লারমা নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে তিনি আরও বলেন, 'আদিবাসী এ দেশে সবচেয়ে পশ্চাৎপদ। তাই তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি।'

বরেণ্য রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘এম এন লারমা একজন ব্যতিক্রমধর্মী জাতীয় নেতা ছিলেন। তিনি সমগ্র জুম্ম জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি দেশের গোটা বৃহৎ বাঙালি সমাজকেও প্রভাবিত করেছিল।’

আলোচনায় জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমা একজন ভিন্ন প্রকৃতির নেতা ছিলেন। তিনি শুধু পাহাড়ি মানুষের অধিকারের কথা বলেননি, তিনি সকল জাতিসত্তার কথা বলেছেন। একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এম এন লারমা সংগ্রাম করেছেন।’

অনলাইন সভায় আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানাদাশ গুপ্ত, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য জান্নাত ই ফেরদৌসী, বিএনপিএস এর উপপরিচালক শাহানাজ সুমি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ প্রমুখ।

মানবেন্দ্র নারায়ণ লারমার উদ্যোগে ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হয়। জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত