Ajker Patrika

জুয়ার টাকা জোগাড়ে নিজেকে অপহরণের নাটক সাজান তিনি

নেত্রকোনা প্রতিনিধি
তুষার মিয়া। ছবি: সংগৃহীত
তুষার মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহর থেকে গতকাল শুক্রবার রাতে তুষার মিয়া (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, জুয়ায় হেরেছেন তুষার। এখন পরিবারের কাছ থেকে টাকা জোগাড় করতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন তিনি। আজ শনিবার নেত্রকোনার আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তুষারের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তিনি উপজেলার খিলা গ্রামের হাদিস মিয়ার ছেলে। তুষারের বাবা হাদিস মিয়া জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বের হন তুষার। পরে রাতে ফোনে ভিডিও কলে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে আর মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা না পাঠালে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। এ সময় ভিডিও কলে শুধু তাঁর পা দেখা যাচ্ছিল, আর মারধরের মতো শব্দ শোনা যাচ্ছিল। হাদিস মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে রাতেই আটপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানাই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) ময়মনসিংহ থেকে তুষারকে উদ্ধার করে। পরে জানতে পারি, তুষার জুয়ায় টাকা হেরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে যে জুয়ায় আসক্ত, সেটা জানতাম না। এখন বিষয়টা জানতে পারলাম।’

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর তুষারকে উদ্ধারে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তুষারের মোবাইল ফোনে বিভিন্ন জুয়ার সাইটে লগইন করা পাওয়া গেছে।’ জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়েছেন। অপহরণের নাটক সাজিয়ে সেই টাকা পরিবারের কাছ থেকে নিতে চেয়েছিলেন তুষার। পরে রাতেই তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত