Ajker Patrika

ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৭ জন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
সীমান্তে নারী-শিশুসহ ১৭ জন আটক। ছবি: আজকের পত্রিকা
সীমান্তে নারী-শিশুসহ ১৭ জন আটক। ছবি: আজকের পত্রিকা

অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢুকছিলেন নারী-পুরুষ-শিশুসহ ১৭ জন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। ঘটনাটি ঘটে আজ শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরের রামপুর সীমান্তে ৩৪৮/২-এস মেইন পিলারের কাছে।

আটক ব্যক্তিদের মধ্যে নারী ১১, পুরুষ ৩ এবং ১ জন শিশু রয়েছে। তাঁদের বাড়ি যশোর, নড়াইল, ঝিনাইদহ, খাগড়াছড়ি, বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

রফিকুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সীমান্ত দিয়ে যেভাবে মানুষ আসছে-যাচ্ছে, তাতে ভয় লাগে। বিজিবি আছে, তবু কিছু থামছে না।’

ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান সরকার বলেন, ‘শুধু আইন দিয়ে হবে না, মানুষকেও সচেতন হতে হবে। না হলে প্রতিদিনই এমন ঘটনা ঘটতে থাকবে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘ঘটনাটি আমাদের আওতাভুক্ত নয়, তবে শুনেছি ৪২ বিজিবির অধীনস্থ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা আটক করেছে।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নারী অধিকারকর্মী মনোয়ারা বেগম বলেন, অনেকেই ভারত যান কাজের বা চিকিৎসার জন্য। কিন্তু এভাবে অবৈধভাবে দেশে ফিরে আটক হওয়া—এটা দুঃখজনক হলেও আইন ভাঙলে তো শাস্তি পেতেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত