Ajker Patrika

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল হামলা

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ এপ্রিল) সন্ধায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সমর্থকেরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ সংগঠনের একাংশের।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধায় ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তাঁরা ‘অবৈধ কমিটি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিএনপির দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে তাঁরা ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা আসবাব ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করা হয়। পরে তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কান্দিরপাড় হয়ে লাকসাম সড়কের দিকে চলে যান। তখন আশপাশের দোকানি ও স্থানীয়রা আগুন নেভান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাহিদ রানা বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দীর্ঘ ৭-৮ মাস যাচাই-বাচাই করে ত্যাগীদের দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করে। যারা বিগত সময়ে ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করেছে। এখন অনেকে দলে অনুপ্রবেশ করেছে। তারাই দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করলে কেউ এমন ন্যক্কারজনক কাজ করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার চাই।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলাম। হামলার শিকার হয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। এক দিনের জন্যও আমি মোবাইল ফোন বন্ধ করেনি। অথচ আমাদের মূল্যায়ন করা হয়নি। টাকার বিনিময়ে কেন্দ্র থেকে পকেট কমিটি আনা হয়েছে। আমরা এ কমিটি মানি না। মনের ক্ষোভ থেকে পদবঞ্চিত আমাদের নেতা-কর্মীরা এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কান্দিরপাড় দলীয় কার্যালয়টির সংস্কারকাজ আমরা শিগগির শুরু করব। ফলে এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় আছে। শনিবার সন্ধ্যায় এই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল ফাটানোর খবর পাই। কে বা কারা এ কাজ করেছে, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর পর ১৫ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। নেমে পড়েন সড়কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত