নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে যথাক্রমে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ৫ জনের। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
ঢাকা-২ আসনে ৫ জন মনোনয়ন দাখিলকারীর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরজন হলেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ শাকিল। আর ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জিহাদী ও স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয় এবং জাকের পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
এদিকে ঢাকা-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৬ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু, বাংলাদেশ পিপলস পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র মো. রমজান, বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর, জাকের পার্টির আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকার। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়া ও স্বতন্ত্র মো. আলী রেজার।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে যথাক্রমে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ৫ জনের। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
ঢাকা-২ আসনে ৫ জন মনোনয়ন দাখিলকারীর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরজন হলেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ শাকিল। আর ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জিহাদী ও স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয় এবং জাকের পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
এদিকে ঢাকা-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৬ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু, বাংলাদেশ পিপলস পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র মো. রমজান, বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর, জাকের পার্টির আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকার। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়া ও স্বতন্ত্র মো. আলী রেজার।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
১১ মিনিট আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
১ ঘণ্টা আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
১ ঘণ্টা আগে