জাবি সংবাদদাতা
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমারসহ অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনসংলগ্ন মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। মিছিলে শিক্ষার্থীদের ‘ফেলানী থেকে স্বর্ণা দাশ, সীমন্তে আর কত লাশ’, ‘ভারতীয় সীমান্তে আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। তিনি বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি একটি অসম্মানজনক সম্পর্ক। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে, আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ডুবিয়ে দেয়।’
তাপসী আরও বলেন, ‘তারা সীমন্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজন শিশুকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজ জয়ন্ত কুমার। শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদির সরকারকে সর্বদা তেলমর্দন করে এসেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের তো এটি করার কথা নয়। এই অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্র-জনতা কি সীমন্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য এই সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে?’
তিনি আরও বলেন, ‘যখন এ দেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কী করেন? মোদির সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না, সেটি বোঝা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলাদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে। ভারতীয় সরকারের সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদের নাগরিকেরা মেনে নেবে না। শেখ হাসিনা যে পথে গেছে, খুনি মোদিকেও সেই পথে যেতে হবে।’
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমারসহ অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনসংলগ্ন মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। মিছিলে শিক্ষার্থীদের ‘ফেলানী থেকে স্বর্ণা দাশ, সীমন্তে আর কত লাশ’, ‘ভারতীয় সীমান্তে আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। তিনি বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি একটি অসম্মানজনক সম্পর্ক। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে, আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ডুবিয়ে দেয়।’
তাপসী আরও বলেন, ‘তারা সীমন্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজন শিশুকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজ জয়ন্ত কুমার। শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদির সরকারকে সর্বদা তেলমর্দন করে এসেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের তো এটি করার কথা নয়। এই অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্র-জনতা কি সীমন্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য এই সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে?’
তিনি আরও বলেন, ‘যখন এ দেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কী করেন? মোদির সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না, সেটি বোঝা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলাদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে। ভারতীয় সরকারের সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদের নাগরিকেরা মেনে নেবে না। শেখ হাসিনা যে পথে গেছে, খুনি মোদিকেও সেই পথে যেতে হবে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে