শরীফ নাসরুল্লাহ, ঢাকা
দুপুর থেকেই আকাশের মুখ ভার ছিল। বেচাকেনায় বাগড়ার ভয়ে প্রকাশক-ব্যবসায়ীদের কপালেও ছিল চিন্তার ভাঁজ। গত কয়েক বছর বইমেলার শেষ দিকে বৃষ্টি প্রায় নিয়ম মেনেই হানা দিচ্ছে। বৃষ্টি এমনিতে যতই ভালো লাগুক, বইমেলার খোলা মাঠে হাঁটার সময় তার আবির্ভাব পাঠক ও প্রকাশক কারোরই পছন্দের নয়।
ছন্দপতন ঘটিয়ে গতকাল মেলার ২২তম দিনের সন্ধ্যায় নামে বৃষ্টি। স্টলে স্টলে শুরু হয় বই বাঁচানোর হুড়োহুড়ি। ত্রিপল ঝুলিয়ে, বই সরিয়ে যতটুকু পারা যায় ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন বিক্রয়কর্মীরা। বৃষ্টিতে মেলামাঠের কোথাও কোথাও অল্প পানিও জমে যায়।
গতকাল ছুটির দিন থাকায় মেলায় ছিল বেশ ভিড়। পাঠকদের অনেকেই হয়েছেন কাকভেজা। কেউ কাছাকাছি স্টল কিংবা প্যাভিলিয়নে আশ্রয় নিয়েছেন। আগে প্রস্তুতি থাকায় বইয়ের খুব বেশি ক্ষতি না হলেও বিক্রিতে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা।
কথাপ্রকাশের বিপণন কর্মকর্তা শেখ মোহাম্মদ ইউনুস ব্যস্ততার মধ্যেই বললেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই বৃষ্টিতে বইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আজ পাঠক এসেছিলেন বেশি। ভালোই বিক্রি হচ্ছিল। সেদিকে কিছু ক্ষতি হয়ে গেল।’
তবে কেউ কেউ সার্বিকভাবেই বিক্রিতে মন্দার কথা বললেন। আদর্শ প্রকাশনীর কর্ণধার মাহাবুব রাহমান জানালেন, তাঁরা মনে করেছিলেন, ১৫ ফেব্রুয়ারির পরে বিক্রি বাড়বে। কিন্তু বিক্রি তেমন একটা বাড়েনি। বৃষ্টি এসে তা আরও কমিয়ে দিল।
পুরান ঢাকার মিলন আহমেদ এসেছিলেন মেলায় পরিবার নিয়ে। সবাইকে নিয়ে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন বৃষ্টির হাত থেকে বাঁচতে। মিলন আহমেদ বললেন, ‘মেলায় আসব আসব বলে এত দিন আসা হয়নি। আজ এসেই বৃষ্টির খপ্পরে পড়লাম। এ পরিবেশে এখন বাসায় ফিরে যাওয়া ছাড়া উপায় দেখছি না।’
নতুন বইয়ের খোঁজে
ইমতিয়ার শামীমের নতুন উপন্যাস ‘শঙ্খগহন সলপকাল’ এসেছে কথাপ্রকাশ থেকে। এর প্রেক্ষাপট সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহ। লেখক, গবেষক ও প্রাবন্ধিক গোলাম মুরশিদের আত্মজীবনী বের হয়েছে অবসর প্রকাশনী থেকে। নাম দেওয়া হয়েছে ‘আত্মকথা ইতিকথা’। কথাপ্রকাশ থেকে বের হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধের বই ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’। নবান্ন প্রকাশনী বের করেছে আমিনুর রহমান সুলতানের ‘সুফি গান ও জীবনকথায় সাগর দেওয়ান’। সাংবাদিক, চলচ্চিত্র গবেষক কাওসার বকুলের ‘চলচ্চিত্রবীক্ষণ: কতই রঙ্গ দেখি’ এনেছে বাংলানামা প্রকাশনী।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১৪৪টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ২৩৫৬টি।
বিতর্কের শক্তি বাড়ানোর তাগিদ
কথাসাহিত্যিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এক আলোচনায় বিতর্কে আগ্রহী হওয়ার তাগিদ দিলেন সবাইকে। বললেন, ‘একসময় বিশ্ববিদ্যালয়ে প্রাণবন্ত বিতর্ক হতো, কিন্তু এখন বিতর্কের অফিসকক্ষটি কে দখল করবেন, সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুশকিল হচ্ছে, আমরা যখন কেয়ার করা ছেড়ে দিয়ে চেয়ারের দিকে তাকাই, তখন আমাদের বিপর্যয় ঘটে।’
রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত বুলবুল হাসানের বই ‘অন্তহীন বিতর্কযাত্রা’-এর প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, একটা স্বাধীন দেশে মুক্তচিন্তা, মতপ্রকাশ এবং স্বাধীনভাবে কথা বলাটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য অপরিহার্য।
আয়োজন
মূলমঞ্চে অনুষ্ঠিত হয় “কায়কোবাদের সাহিত্যে ‘শ্মশানে’র চিত্রাবলী” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমরান কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন হাবিব আর রহমান। ইমরান কামাল বলেন, কবি হিসেবে কায়কোবাদ নিজেকে চিহ্নিত করেছিলেন ‘পুরাতন’ পথের পথিক হিসেবেই। তিনি কাহিনিনির্ভর কবি। সভাপতির বক্তব্যে আবু দায়েন বলেন, কবি কায়কোবাদ বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক হাবিব আর রহমান এবং কবি আমিরুল মোমেনীন মানিক। গতকাল সকালে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়।
আজ রোববার বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণ-অভ্যুত্থান ও নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
দুপুর থেকেই আকাশের মুখ ভার ছিল। বেচাকেনায় বাগড়ার ভয়ে প্রকাশক-ব্যবসায়ীদের কপালেও ছিল চিন্তার ভাঁজ। গত কয়েক বছর বইমেলার শেষ দিকে বৃষ্টি প্রায় নিয়ম মেনেই হানা দিচ্ছে। বৃষ্টি এমনিতে যতই ভালো লাগুক, বইমেলার খোলা মাঠে হাঁটার সময় তার আবির্ভাব পাঠক ও প্রকাশক কারোরই পছন্দের নয়।
ছন্দপতন ঘটিয়ে গতকাল মেলার ২২তম দিনের সন্ধ্যায় নামে বৃষ্টি। স্টলে স্টলে শুরু হয় বই বাঁচানোর হুড়োহুড়ি। ত্রিপল ঝুলিয়ে, বই সরিয়ে যতটুকু পারা যায় ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন বিক্রয়কর্মীরা। বৃষ্টিতে মেলামাঠের কোথাও কোথাও অল্প পানিও জমে যায়।
গতকাল ছুটির দিন থাকায় মেলায় ছিল বেশ ভিড়। পাঠকদের অনেকেই হয়েছেন কাকভেজা। কেউ কাছাকাছি স্টল কিংবা প্যাভিলিয়নে আশ্রয় নিয়েছেন। আগে প্রস্তুতি থাকায় বইয়ের খুব বেশি ক্ষতি না হলেও বিক্রিতে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা।
কথাপ্রকাশের বিপণন কর্মকর্তা শেখ মোহাম্মদ ইউনুস ব্যস্ততার মধ্যেই বললেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই বৃষ্টিতে বইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আজ পাঠক এসেছিলেন বেশি। ভালোই বিক্রি হচ্ছিল। সেদিকে কিছু ক্ষতি হয়ে গেল।’
তবে কেউ কেউ সার্বিকভাবেই বিক্রিতে মন্দার কথা বললেন। আদর্শ প্রকাশনীর কর্ণধার মাহাবুব রাহমান জানালেন, তাঁরা মনে করেছিলেন, ১৫ ফেব্রুয়ারির পরে বিক্রি বাড়বে। কিন্তু বিক্রি তেমন একটা বাড়েনি। বৃষ্টি এসে তা আরও কমিয়ে দিল।
পুরান ঢাকার মিলন আহমেদ এসেছিলেন মেলায় পরিবার নিয়ে। সবাইকে নিয়ে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন বৃষ্টির হাত থেকে বাঁচতে। মিলন আহমেদ বললেন, ‘মেলায় আসব আসব বলে এত দিন আসা হয়নি। আজ এসেই বৃষ্টির খপ্পরে পড়লাম। এ পরিবেশে এখন বাসায় ফিরে যাওয়া ছাড়া উপায় দেখছি না।’
নতুন বইয়ের খোঁজে
ইমতিয়ার শামীমের নতুন উপন্যাস ‘শঙ্খগহন সলপকাল’ এসেছে কথাপ্রকাশ থেকে। এর প্রেক্ষাপট সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহ। লেখক, গবেষক ও প্রাবন্ধিক গোলাম মুরশিদের আত্মজীবনী বের হয়েছে অবসর প্রকাশনী থেকে। নাম দেওয়া হয়েছে ‘আত্মকথা ইতিকথা’। কথাপ্রকাশ থেকে বের হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধের বই ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’। নবান্ন প্রকাশনী বের করেছে আমিনুর রহমান সুলতানের ‘সুফি গান ও জীবনকথায় সাগর দেওয়ান’। সাংবাদিক, চলচ্চিত্র গবেষক কাওসার বকুলের ‘চলচ্চিত্রবীক্ষণ: কতই রঙ্গ দেখি’ এনেছে বাংলানামা প্রকাশনী।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১৪৪টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ২৩৫৬টি।
বিতর্কের শক্তি বাড়ানোর তাগিদ
কথাসাহিত্যিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এক আলোচনায় বিতর্কে আগ্রহী হওয়ার তাগিদ দিলেন সবাইকে। বললেন, ‘একসময় বিশ্ববিদ্যালয়ে প্রাণবন্ত বিতর্ক হতো, কিন্তু এখন বিতর্কের অফিসকক্ষটি কে দখল করবেন, সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুশকিল হচ্ছে, আমরা যখন কেয়ার করা ছেড়ে দিয়ে চেয়ারের দিকে তাকাই, তখন আমাদের বিপর্যয় ঘটে।’
রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত বুলবুল হাসানের বই ‘অন্তহীন বিতর্কযাত্রা’-এর প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, একটা স্বাধীন দেশে মুক্তচিন্তা, মতপ্রকাশ এবং স্বাধীনভাবে কথা বলাটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য অপরিহার্য।
আয়োজন
মূলমঞ্চে অনুষ্ঠিত হয় “কায়কোবাদের সাহিত্যে ‘শ্মশানে’র চিত্রাবলী” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমরান কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন হাবিব আর রহমান। ইমরান কামাল বলেন, কবি হিসেবে কায়কোবাদ নিজেকে চিহ্নিত করেছিলেন ‘পুরাতন’ পথের পথিক হিসেবেই। তিনি কাহিনিনির্ভর কবি। সভাপতির বক্তব্যে আবু দায়েন বলেন, কবি কায়কোবাদ বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক হাবিব আর রহমান এবং কবি আমিরুল মোমেনীন মানিক। গতকাল সকালে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়।
আজ রোববার বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণ-অভ্যুত্থান ও নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে