Ajker Patrika

নারায়ণগঞ্জে গার্মেন্টসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে গার্মেন্টসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার বিকেলে চৌধুরীবাড়ি নীট কনসার্ন গার্মেন্টসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে নীট কনসার্নের পাশে ভারসাম্যহীন এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত