নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৮ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৩ মিনিট আগে