Ajker Patrika

বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৯: ৩৪
বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাস ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার বিকেলে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

পরে এ বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও যোগাযোগসচিব এ বি এম আমিনুল্লাহ নূরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তারাও একমত হয়েছে। যে পরিমাণ তেলের দাম কমেছে, সে অনুযায়ী ভাড়া কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুসচিব বলেন, প্রতি কিলোমিটার বাস ভাড়া তিন পয়সা কমানো হচ্ছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। এ ভাড়া কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা করা হয়েছে। 

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সা। এটা কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে। 

একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে মিনিবাসের নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩৫ পয়সা। এই হার কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত