Ajker Patrika

ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫৫
ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্যতালিকা না থাকায় ফরিদপুরে মেসার্স ফরিদপুর বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা এবং মেসার্স আল মদিনা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার দুপুরে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ ছাড়া একটি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারে গিয়ে দেখা গেছে, নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১১০-১২০ টাকা, পুরাতন পেঁয়াজ প্রতি কেজি ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্যতালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ও একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী বলেন, ‘জরিমানা করা হয়েছে। অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত