নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণসংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক, জজসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
৮ মিনিট আগেমুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়সাল বিপ্লবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক আশিকুর রহমান পুলিশের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
১৬ মিনিট আগেসরকারি পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির পেছনে চালের একক ভূমিকা প্রায় ৪০ শতাংশ। অথচ বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত ছিল। তাঁরা বলেন, মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধানের দামের অস্থিরতা, অবৈধ মজুতদারি ও বাজার নজরদারির অভাবের কারণে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছ
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজ আক্তার (১৬)। নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন।
২২ মিনিট আগে