Ajker Patrika

আইএমএফের ঋণের সুবিধা জনগণ পাবে না: আনু মুহাম্মদ

জাবি প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২০: ১৩
আইএমএফের ঋণের সুবিধা জনগণ পাবে না: আনু মুহাম্মদ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সুবিধা জনগণ পাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বুধবার ‘জ্বালানি, বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে।

এ সময় আনু মুহাম্মদ বলেন, আইএমএফের শর্ত মেনে ঋণ পাওয়া সরকারের জন্য একটা কমফোর্ট জোন হলেও জনগণের জন্য তা স্বস্তির নয়। জ্বালানি এবং বিদ্যুৎ খাতে পলিসিগত কারণে যে সংকটগুলো তৈরি হয়েছে তা এই ঋণ নিয়েও সমাধান হবে না; বরং আরও বেড়ে যাবে।’ 

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘ঋণ নিতে আইএমএফ দুই ধরনের শর্ত দেয়। একটি নামমাত্র হলেও অপরটি বাস্তবায়ন করতে হয়। এ সব প্রতিষ্ঠান চায় সবখানে বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) হোক। বিশেষ একটি গোষ্ঠীর সমর্থনে সরকার এই সব শর্ত পূরণ করলে বিদ্যুৎ, গ্যাস, খাদ্যদ্রব্য, চিকিৎসা, যানবাহন, বাসাভাড়া ও শিক্ষার ব্যয় বেড়ে যাবে।

সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক বদরুল আমিন, ড. মাহা মির্জা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত