Ajker Patrika

ব্যালট চুরির অভিযোগে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯: ৩৪
ব্যালট চুরির অভিযোগে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সিনিয়র আইনজীবী ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে থানা সূত্রে মামলার কপি আজকের পত্রিকার হাতে এসেছে।

মামলায় মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কামরুল হাসান সজলসহ ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী মনিরুজ্জামান অভিযোগ করেছেন, ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। সে অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা ৷ এই সময়ে শতাধিক অজ্ঞাত আইনজীবী অফিসরুমে প্রবেশ করে নির্বাচনের ব্যালটসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে ফেলে দন ও কিছু ব্যালট ছিঁড়ে ফেলেন। এ সময় অনেক ব্যালট পেপার তাঁরা নিয়ে যান। 

এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা সাব কমিটির সদস্য মৌসুমী বেগম, শুভ্র ভোস ও গোলাম সারওয়ারসহ বেশ কয়েকজনকে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হামলায় নির্বাচনসংক্রান্ত নথির আর্থিক ক্ষতি ৪ লাখ টাকা বলে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত