Ajker Patrika

ঢাকা রিজেন্সি ও আগোরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮: ৪৪
ঢাকা রিজেন্সি ও আগোরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও উত্তরার সুপার শপ আগোরায় ভেজাল পণ্য পাওয়ায় জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টা থেকে খিলক্ষেতের রিজেন্সি হোটেলে শুরু হয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের আগোরায় দুপুর ২.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাংবাদিকেরা আগোরার ম্যানেজারকে প্রশ্ন করলে তিনি কোন জবাব না দিয়ে চলে যান। 

অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজনিন নীরা। এ ছাড়া বিএসটিআইয়ের সহকারী পরিচালক খালিদ রেজা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাও ছিলেন। এতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) টহল টিম সহযোগিতা করে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের সহকারী পরিচালক খালিদ রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘রিজেন্সি হোটেলে মেয়াদোত্তীর্ণ কেক, বিস্কুট ও পাউরুটি পাওয়া গেছে। এ ছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ খাবারের রং ছিল। যা খাবারে দিয়ে রঙিন করা হতো। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অভিযোগে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিনিধি টিপু সুলতানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে টিপু সুলতান জরিমানাকৃত টাকা পরিশোধ করেন। 

উত্তরার সুপার শপ আগোরায় ভেজাল পণ্য পাওয়ায় জরিমানা করেছে বিএসটিআইঅপরদিকে উত্তরার জমজম টাওয়ারের সুপার শপ আগোরায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল পণ্য, ফুড জুস, শ্যাম্পু, পেনসিল, গ্ল্যাস টেবিল ওয়্যার, সিরামিক টেবিল ওয়্যার ও স্ক্রিন ক্রিম পাওয়া যায়। বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিএসটিআইর লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রি ও মজুত করার অপরাধে দুজনকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুপার শপ আগোরার স্টাফ মাহফুজ ও রিয়াজ। পরবর্তীতে তাঁরা জরিমানাকৃত অর্থ নগদ পরিশোধ করেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী পরিচালক খালিদ রেজা চৌধুরী বলেন, যেসব পণ্যের বিএসটিআই অনুমোদনই নেই এবং যেসব পণ্যের অনুমোদন থাকতে পারে নাও থাকতে পারে, সেসব কিছু পণ্য খুঁজে বের হয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। 

খালিদ রেজা চৌধুরী আরও বলেন, ‘এসব পণ্যগুলো বৈধ উপায়ে এবং বিএসটিআইয়ের পরীক্ষণ ছাড়াই বিদেশ থেকে এনে বিক্রি করা হচ্ছিল। যার কারণে সরকার রাজস্ব হারাচ্ছিল। এতে আগোরাও কোনোভাবে তাদের দায়ভার এড়াতে পারে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত