Ajker Patrika

কারওয়ান বাজারের ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রেপ্তার মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।

১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগী আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত বছরের ১০ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে কারওয়ান বাজারে সবজি ক্রয় করেন। সবজি মজুত রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ এপ্রিল আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ ও ২০ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার শামীম ও ইয়াসিন ভুক্তভোগী আলাল উদ্দিনের সঙ্গে কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। মূলত ব্যবসার টাকা লেনদেনের বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত