নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগী আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত বছরের ১০ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে কারওয়ান বাজারে সবজি ক্রয় করেন। সবজি মজুত রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ এপ্রিল আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ ও ২০ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার শামীম ও ইয়াসিন ভুক্তভোগী আলাল উদ্দিনের সঙ্গে কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। মূলত ব্যবসার টাকা লেনদেনের বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগী আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত বছরের ১০ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে কারওয়ান বাজারে সবজি ক্রয় করেন। সবজি মজুত রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ এপ্রিল আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ ও ২০ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার শামীম ও ইয়াসিন ভুক্তভোগী আলাল উদ্দিনের সঙ্গে কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। মূলত ব্যবসার টাকা লেনদেনের বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৩ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৩৭ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
২ ঘণ্টা আগে