Ajker Patrika

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪৪
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট-বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়। মামুন ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে।

মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টায় ইট-বালু ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন। ভোর পৌনে ৫টায় তাঁকে বাসা থেকে মোবাইল ফোনে দুই যুবক ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে ছিলেন মামুন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত