নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান ৬০ টাকা বাসভাড়া এখনই পরিবর্তন হচ্ছে না। পূর্ব নির্ধারিত নন এসি বেসরকারি বাসে ৬০ টাকা, বিআরটিসি ডাবল ডেকারে ৫০ টাকা, হিমাচলে ৫৫ টাকা এবং শীতল এসি বাসে ৮০ টাকাই নির্ধারিত থাকবে।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলা প্রশাসন, বিআরটিএ, বাস মালিক ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সঠিক দূরত্ব পরিমাপের পর আবার সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
ইসমত আরা বলেন, ‘আপাতত দুই একদিন বর্তমান ভাড়াতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস চলাচল করবে। এই রুটের দূরত্ব পরিমাপের পর আমরা সবাইকে নিয়ে আবারও বসব। তখন এই রুটের বাস ভাড়া চূড়ান্ত করা হবে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শামসুল কবির, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলীসহ বিভিন্ন পরিবহনের মালিকেরা।
সভায় যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, হানিফ ফ্লাইওভার হওয়ার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের আগের থেকে কমে এসেছে। এর ফলে ২ টাকা ৪০ পয়সা হারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া কোনোভাবেই ৫০ টাকার বেশি আসে না।
তবে বাস মালিকদের পক্ষে রওশন আলী বলেন, ইউ টার্নের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব আগের চেয়ে বেড়েছে। আমাদের হিসাব অনুযায়ী বাস ভাড়া বর্তমানে ৬০ টাকা।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান ৬০ টাকা বাসভাড়া এখনই পরিবর্তন হচ্ছে না। পূর্ব নির্ধারিত নন এসি বেসরকারি বাসে ৬০ টাকা, বিআরটিসি ডাবল ডেকারে ৫০ টাকা, হিমাচলে ৫৫ টাকা এবং শীতল এসি বাসে ৮০ টাকাই নির্ধারিত থাকবে।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলা প্রশাসন, বিআরটিএ, বাস মালিক ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সঠিক দূরত্ব পরিমাপের পর আবার সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
ইসমত আরা বলেন, ‘আপাতত দুই একদিন বর্তমান ভাড়াতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস চলাচল করবে। এই রুটের দূরত্ব পরিমাপের পর আমরা সবাইকে নিয়ে আবারও বসব। তখন এই রুটের বাস ভাড়া চূড়ান্ত করা হবে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শামসুল কবির, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলীসহ বিভিন্ন পরিবহনের মালিকেরা।
সভায় যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, হানিফ ফ্লাইওভার হওয়ার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের আগের থেকে কমে এসেছে। এর ফলে ২ টাকা ৪০ পয়সা হারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া কোনোভাবেই ৫০ টাকার বেশি আসে না।
তবে বাস মালিকদের পক্ষে রওশন আলী বলেন, ইউ টার্নের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব আগের চেয়ে বেড়েছে। আমাদের হিসাব অনুযায়ী বাস ভাড়া বর্তমানে ৬০ টাকা।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
৬ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে