Ajker Patrika

গাজীপুরের জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১৪
গাজীপুরের জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে রিট আবেদন

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে আইনজীবী একরামুল হক টুটুল এই রিট আবেদন দায়ের করেন।

আজ মঙ্গলবার রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘আমরা রিটের কপি পেয়েছি। তবে রিটটি আজ শুনানির জন্য কার্যতালিকায় আসেনি।’ 

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। পরে তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও আওয়ামী লীগ সম্প্রতি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত