Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়ক আবার অবরোধ করলেন নিটারের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৬
ঢাকা-আরিচা মহাসড়ক আবার অবরোধ করলেন নিটারের শিক্ষার্থীরা

সাভারের নয়ারহাটের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা আবার মহাসড়ক অবরোধ করেছেন। দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দরজা ভেঙে চলে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তাঁরা বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। 

এর আগে আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের দরজা ভেঙে বেরিয়ে যান। এ সময় তাঁরা পাহারায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

এর প্রতিবাদে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। 

মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকাশিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ শিক্ষক, ৩ কর্মকর্তা ও ৫ কর্মচারীর পদত্যাগের দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন নিটারের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। কিন্তু একই দাবিতে বেলা ৩টার দিকে আবার তাঁরা মহাসড়ক অবরোধ করেন। 

এদিকে নাম প্রকাশ করার না শর্তে এক শিক্ষক সকালে জানিয়েছিলেন, কোনো প্রমাণ ছাড়াই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা টানা ৪২ ঘণ্টা ধরে তাঁদের অবরুদ্ধ করে রাখেন। গতকাল আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তার চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এ পর্যায়ে তাঁরা আজ মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে বের হয়েছেন। 

তিনি আরও জানান, প্রশাসনিক ভবন থেকে বের হয়ে ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী একযোগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। নিটারের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্রগুলো জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত