টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা মারা গ্রামের শেখ মো. সোনা মিয়া (৩৩), একই উপজেলার বাচামারা গ্রামের মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. আকাশ মিয়া (৩৪)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের সদস্যরা নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে ডাকাতি করতেন। তাঁরা গতকাল সোমবার অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসের চালককে জিম্মি করে গাড়িতে ওঠে। পরে ওই চালককে রাস্তার মধ্য নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন চালক বিষয়টি র্যাবকে অবহিত করেন। র্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি নকল হাতকড়া, একটি পিস্তল সদৃশ বস্তু, একটি চাকু ও পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করার কথা র্যাবের কাছে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা মারা গ্রামের শেখ মো. সোনা মিয়া (৩৩), একই উপজেলার বাচামারা গ্রামের মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. আকাশ মিয়া (৩৪)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের সদস্যরা নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে ডাকাতি করতেন। তাঁরা গতকাল সোমবার অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসের চালককে জিম্মি করে গাড়িতে ওঠে। পরে ওই চালককে রাস্তার মধ্য নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন চালক বিষয়টি র্যাবকে অবহিত করেন। র্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি নকল হাতকড়া, একটি পিস্তল সদৃশ বস্তু, একটি চাকু ও পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করার কথা র্যাবের কাছে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাঁকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবি
২ মিনিট আগেময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেআসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
২৪ মিনিট আগেমৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে ৭৩ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন
৩১ মিনিট আগে