নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
নিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন মামলাটি করেছেন।
১ সেকেন্ড আগেকসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ সেকেন্ড আগেফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। রাজনৈতিক কর্মকাণ্ড
৩ মিনিট আগেকক্সবাজার টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী। উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ ভোরে রিদুয়ান নামের এক ব্যক্তির
৯ মিনিট আগে