নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
বাগেরহাটের মোল্লাহাটে এক পথচারীকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেল ছিটকে গেছে। এতে ওই পথচারী ও মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেক আরোহী আহত হয়েছেন। আজ সোমবার খুলনা-ঢাকা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা মামলায় কাউসার ফকিরকে (৩৩) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
৫ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির লোকজন ভয়ে তাদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হলেও স্থানীয় লোকজন ভরসা না পেয়ে বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনদের বাড়িতে তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে।
৬ মিনিট আগেনীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
৯ মিনিট আগে