Ajker Patrika

ফরিদপুরে জিয়া হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা। 

মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা। 

পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত