নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২ নম্বর আমলী আদালতের বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৬ আসামিকে খালাস দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, আরেক ছেলে শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার প্রতিবেশী চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন আসামিরা।
পূর্বশত্রুতার জেরে জিয়া মোল্যা ও তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন স্থানীয়রা। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যান। এই ঘটনায় জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দুজন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামি বাদে বাকিদের খালাস দেওয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
৪ মিনিট আগেরাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৭ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৮ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৯ মিনিট আগে