ঢাবি প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়।
রাত ৯টার দিকে ঢাবির আবাসিক হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। একই সময়ে ইনকিলাব মঞ্চ নামক একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মশাল মিছিল বের করে। ইনকিলাব মঞ্চের মশাল মিছিল ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সাইফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে লোহাগাড়া-সাতকানিয়া থেকে আগত ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)।
রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের হিন্দু ভাইদেরকে কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী আলিফ ভাইকে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। হিন্দুদের বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। তবে ইসকনের সদস্যরা সীমালঙ্ঘন করেছে, এ সীমালঙ্ঘনের বিচার করতে হবে।’ অবিলম্বে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান শরীফ ওসমান হাদি।
বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের টাকার উৎস খুঁজে বের করা এবং সকল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘আমাদের কাছে পরিষ্কার, কারা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা কোনো মুসলিমকে নয় বরং একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। কোনো ধর্মীয় সংগঠন এটা করতে পারে না। এই সংগঠনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ জড়িত। আর সনাতনীরাও কোনোভাবে ইসকনকে সমর্থন করতে পারে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি আইনজীবীকে হত্যা করার নজির নেই। কিন্তু ইসকন সেটা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁদের ফান্ডিংয়ের উৎস কী তা বের করতে হবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে শেখ হাসিনার মতো তাদেরকেও প্রতিহত করা হবে।’
মশাল মিছিল ও বিক্ষোভ শেষে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। জানাজার নামাজে ইমামতি করেন আরবি বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী আহম্মদ উল্লাহ নোমান। এদিকে সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়।
রাত ৯টার দিকে ঢাবির আবাসিক হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। একই সময়ে ইনকিলাব মঞ্চ নামক একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মশাল মিছিল বের করে। ইনকিলাব মঞ্চের মশাল মিছিল ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সাইফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে লোহাগাড়া-সাতকানিয়া থেকে আগত ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)।
রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের হিন্দু ভাইদেরকে কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী আলিফ ভাইকে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। হিন্দুদের বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। তবে ইসকনের সদস্যরা সীমালঙ্ঘন করেছে, এ সীমালঙ্ঘনের বিচার করতে হবে।’ অবিলম্বে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান শরীফ ওসমান হাদি।
বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের টাকার উৎস খুঁজে বের করা এবং সকল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘আমাদের কাছে পরিষ্কার, কারা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা কোনো মুসলিমকে নয় বরং একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। কোনো ধর্মীয় সংগঠন এটা করতে পারে না। এই সংগঠনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ জড়িত। আর সনাতনীরাও কোনোভাবে ইসকনকে সমর্থন করতে পারে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি আইনজীবীকে হত্যা করার নজির নেই। কিন্তু ইসকন সেটা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁদের ফান্ডিংয়ের উৎস কী তা বের করতে হবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে শেখ হাসিনার মতো তাদেরকেও প্রতিহত করা হবে।’
মশাল মিছিল ও বিক্ষোভ শেষে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। জানাজার নামাজে ইমামতি করেন আরবি বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী আহম্মদ উল্লাহ নোমান। এদিকে সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঅধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক প্রভাবে নিয়োগ। তিনি তার চেয়েও জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের ডিঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষের পদ লাভ করেন। এ ছাড়া, করোনাকালে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা এবং পিকনিকের জন্য নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেএ সময় ‘বিচার নিয়ে নয়ছয় আর নয়, আর নয়’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
১ ঘণ্টা আগেকোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে