সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন থানা-পুলিশ।
নিহতের স্বজন ও থানা-পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক। এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক(এসআই) মো. মাহফুজ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন থানা-পুলিশ।
নিহতের স্বজন ও থানা-পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক। এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক(এসআই) মো. মাহফুজ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে