নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৩১৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিন গতকাল বুধবার ভোট দিয়েছেন ৩ হাজার ২৬১ জন এবং আজ বৃহস্পতিবার ভোট দিয়েছেন ২ হাজার ৫৮ জন আইনজীবী। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
গতকাল ভোট শুরু হওয়ার আগেই আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা কয়েক শ বহিরাগতকে জড়ো হতে দেখা যায়। তাদের প্রায় প্রত্যেকের গলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর ছবি সংবলিত নির্বাচনী ব্যাজ ঝোলানো ছিল।
বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে লিখিত অভিযোগও দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক।
অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদেরকে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে এবং মৎস ভবন এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এদিকে বহিরাগতদের আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভেতরে চোখে পড়েনি। তবে মৎস ভবন ও মাজার গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।
আজ ভোট দেওয়ার পর জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বার অ্যাসোসিয়েশন প্রয়োজন। আমরা চেষ্টা করছি শক্তিশালী বার প্রতিষ্ঠা করার। এ জন্য কাজ করছি। সবার সহযোগিতা প্রয়োজন।’ আর ভোটের পরিবেশও ভালো ছিল বলে জানান তিনি।
আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন ৩৩ জন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৩।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৩১৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিন গতকাল বুধবার ভোট দিয়েছেন ৩ হাজার ২৬১ জন এবং আজ বৃহস্পতিবার ভোট দিয়েছেন ২ হাজার ৫৮ জন আইনজীবী। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
গতকাল ভোট শুরু হওয়ার আগেই আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা কয়েক শ বহিরাগতকে জড়ো হতে দেখা যায়। তাদের প্রায় প্রত্যেকের গলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর ছবি সংবলিত নির্বাচনী ব্যাজ ঝোলানো ছিল।
বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে লিখিত অভিযোগও দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক।
অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদেরকে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে এবং মৎস ভবন এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এদিকে বহিরাগতদের আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভেতরে চোখে পড়েনি। তবে মৎস ভবন ও মাজার গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।
আজ ভোট দেওয়ার পর জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বার অ্যাসোসিয়েশন প্রয়োজন। আমরা চেষ্টা করছি শক্তিশালী বার প্রতিষ্ঠা করার। এ জন্য কাজ করছি। সবার সহযোগিতা প্রয়োজন।’ আর ভোটের পরিবেশও ভালো ছিল বলে জানান তিনি।
আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন ৩৩ জন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৩।
রাসিক সচিব আড়াই মাস ধরে তাঁদের বিল-সংক্রান্ত প্রায় ২৫০টি ফাইল অফিসের টেবিলে ফেলে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না মেলায় তাঁরা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। কাজও চলমান রাখা যাচ্ছে না।
৫ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
২৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩৯ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে