Ajker Patrika

নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হতে হবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০২
নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হতে হবে: খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক কর্মশালায় খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক-দুই বছরের মধ্যে শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করবে সরকার। অনুষ্ঠানে খাদ্য নিশ্চিতকরণে ১৬১৫৫ কল সেন্টারের উদ্বোধন করা হয়।’

টোল ফ্রি কল সেন্টার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৬১৫৫-এ কল করে দেশের সর্বস্তরের জনগণ জানতে পারবে খাদ্যের বিষয়ে যেকোনো তথ্য।

‘নিরাপদ খাদ্য ও সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ স্লোগান সঙ্গে নিয়ে উদ্‌যাপিত নিরাপদ খাদ্য দিবস-২০২৩-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তবে এটা খুবই চ্যালেঞ্জিং। এটা সরকারি সংস্থা বা কারও একার পক্ষে সম্ভব নয়।’

খাদ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি ঠেকানোর জন্য নয়, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা জরুরি। ভেজাল খাদ্য বন্ধে অভিযান চালানো হচ্ছে নিয়মিত। সভা-সেমিনার কিংবা মুখে বলে নয়, নিরাপদ খাদ্য বাস্তবে নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আন্দোলন গড়ে তুলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত