Ajker Patrika

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে যাত্রা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের হোমে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। তারপর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। 

স্টেশন মাস্টার আবুল হোসেন আরও জানান, ঢাকায় কোন ইঞ্জিন না থাকায় ময়মনসিংহ থেকে অন্য একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। এতে লাইন ক্লিয়ার হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চাপাই ট্রেন ও টঙ্গী স্টেশনে ঢাকা ছেড়ে আসা একতাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তিনি আশা করছেন বিকেল ৪টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

রেলওয়ে ঢাকা অঞ্চলের রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, আউটার সিগন্যালে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত