Ajker Patrika

সমাবেশ ঢাকায়, সিদ্ধিরগঞ্জে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২: ০১
সমাবেশ ঢাকায়, সিদ্ধিরগঞ্জে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে তল্লাশিচৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। তবে, তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দুটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে মৌচাক বাসস্ট্যান্ডে মোট ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ ভোর ৫টা থেকেই ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। বাসে থাকা যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়িগুলোর ভেতরে ও পেছনে (ব্যাকডালা) তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। এদিকে সমাবেশ থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের তল্লাশিচৌকিরাজধানীর নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম রোডের শিমরাইল মোড়ে আসেন রমজান আলী। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে আমার। যাতায়াতের জন্য সব সময় নীলাচল গাড়িতেই চলাচল করি। সে জন্য আজও বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখতে দেখি নীলাচল কোম্পানির কোনো গাড়ি নেই। দীর্ঘক্ষণ ধরে অন্য বাসের জন্য অপেক্ষা করছি।’

পেশায় বেসরকারি চাকরিজীবী বিল্লাল হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা দুই দিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।’

চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ রয়েছে। সে জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।’

ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম প্রবেশমুখী সড়ক এটি। এ সড়ক দিয়ে নিয়মিত মাদক পরিবহন হয়ে থাকে। তাই নেশাজাত দ্রব্য বা মাদক উদ্ধারের লক্ষ্যে কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত