Ajker Patrika

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২: ০৯
ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রয়েল এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি। এ সময় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মো. তোবারক আলী বলেন, ‘সকাল তখন প্রায় ১০টা। এ সময় বৃষ্টি হচ্ছিল। তখন একটি বাস আরেকটি বাসকে দ্রুতগতিতে পার (ওভারটেকিং) হওয়ার সময় আরেকটি বাসের সঙ্গে মুখিমুখি লেগে যায়।’

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যানজট হলে পরে স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত