গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানার সুইং সেকশনের অপারেটররা জেনারেটর বন্ধ করে বিক্ষোভ করেন। পরে আজ সোমবার ভোর থেকে কাজ বন্ধ রেখে তাঁরা আবারও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ১৯ মার্চ পরিশোধের দিন ধার্য ছিল। মালিকপক্ষ ওই তারিখে বকেয়া পরিশোধ না করে ২৩ মার্চ দিন ধার্য করে। কিন্তু পরে আবার ২৯ মার্চ পুনরায় দিন ধার্য করা হয়। কিন্তু সেদিনও বেতন না পেয়ে কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা গত ২৯ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে হইচই শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ কারখানায় উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিটিং সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ৩০ মার্চ পরিশোধ করা হবে বলে জানায়। তা ছাড়া সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করা হবে বলে ঘোষণা দেয়।
শ্রমিকেরা আরও জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ নিটিং সেকশনের শ্রমিকদের ফেব্রুয়ারির বকেয়া বেতন গত ৩০ মার্চ পরিশোধ করে। কিন্তু সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করেনি। এই কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে হইচই শুরু করেন। এ সময় তাঁরা কারখানার সিসি ক্যামেরা, জানালা ও গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আজ সোমবার ভোর ৬টার দিকে শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ১০-১২ হাজার শ্রমিক কারখানার সামনের কোনাবাড়ী-কাশিমপুর ফিডার রোড অবরোধ করেন এবং আরও প্রায় চার-পাঁচ হাজার শ্রমিক কারখানার ভেতরে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় কারখানার সামনে ফিডার রোডে অবস্থান নিয়েছেন। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে। আশা করছি, আজই বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানার সুইং সেকশনের অপারেটররা জেনারেটর বন্ধ করে বিক্ষোভ করেন। পরে আজ সোমবার ভোর থেকে কাজ বন্ধ রেখে তাঁরা আবারও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ১৯ মার্চ পরিশোধের দিন ধার্য ছিল। মালিকপক্ষ ওই তারিখে বকেয়া পরিশোধ না করে ২৩ মার্চ দিন ধার্য করে। কিন্তু পরে আবার ২৯ মার্চ পুনরায় দিন ধার্য করা হয়। কিন্তু সেদিনও বেতন না পেয়ে কারখানার নিটিং সেকশনের শ্রমিকেরা গত ২৯ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে হইচই শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ কারখানায় উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিটিং সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ৩০ মার্চ পরিশোধ করা হবে বলে জানায়। তা ছাড়া সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করা হবে বলে ঘোষণা দেয়।
শ্রমিকেরা আরও জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ নিটিং সেকশনের শ্রমিকদের ফেব্রুয়ারির বকেয়া বেতন গত ৩০ মার্চ পরিশোধ করে। কিন্তু সুইং, ফিনিশিং, গার্মেন্টস ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধ করেনি। এই কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে হইচই শুরু করেন। এ সময় তাঁরা কারখানার সিসি ক্যামেরা, জানালা ও গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আজ সোমবার ভোর ৬টার দিকে শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ১০-১২ হাজার শ্রমিক কারখানার সামনের কোনাবাড়ী-কাশিমপুর ফিডার রোড অবরোধ করেন এবং আরও প্রায় চার-পাঁচ হাজার শ্রমিক কারখানার ভেতরে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় কারখানার সামনে ফিডার রোডে অবস্থান নিয়েছেন। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে। আশা করছি, আজই বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে ধানখোলা সড়কে কয়েকজন পথচারী ও ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি।’
৩ মিনিট আগেপ্রবাস থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছে।
২৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে চলছে মাদকের রমরমা কারবার। উপজেলার অর্ধশত স্থানে দেদার মাদক কেনাবেচা চলে বলে জানা গেছে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার মাদক বিক্রি হয় এসব স্পটে। সেই হিসাবে প্রতি মাসে মাদকসেবীদের কাছ থেকে ৪ থেকে ৬ কোটি টাকা হাতবদল হয়।
১ ঘণ্টা আগেবরিশাল নগরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছিল দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট; যাতে ব্যয় হয়েছিল ৫০ কোটি টাকা। তবে ৯ বছর আগে স্থাপন করা প্ল্যান্ট দুটি থেকে এখনো পানি সরবরাহ শুরু হয়নি। প্ল্যান্টগুলোর অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় সংকটে
১ ঘণ্টা আগে