ঢামেক প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।
আফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
৬ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১২ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
৪২ মিনিট আগে