ঢাবি সংবাদদাতা
দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঘোষিত হয় ধর্ষণবিরোধী মঞ্চ। এ সময় তাঁরা ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশু আসিয়ার সঙ্গে সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ডের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
রাত ২টায় রাজু ভাস্কর্যে অবস্থানকালে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এই মঞ্চের আওতায় লাগাতার কর্মসূচি পালন করার কথা বলেন তিনি।
দুই দফা ঘোষণা করে তিনি বলেন, ‘ধর্ষণের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাগুরার শিশু আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
আজ রোববার কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবেন।
এ সময় শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা।
শনিবার রাত ১২টায় ঢাবির বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার নামে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ স্লোগান নিয়ে হল থেকে বের হয়ে আসেন। হল থেকে ছাত্রীরা অভ্যুত্থানের ১৪ জুলাইয়ের রাতের মতো হাঁড়ি-পাতিল হাতে বাজনা বাজাতে বাজাতে বের হয়ে আসেন। ক্রমান্বয়ে তাদের সঙ্গে যোগ দেন হলের ছাত্ররা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন তাঁরা।
শুরুতে কবি সুফিয়া কামাল হল, পরে ক্রমান্বয়ে ড. মো. শহীদুল্লাহ্ হল, রোকেয়া হল ও অন্যান্য হলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন। কবি সুফিয়া কামাল হল ও ড. মো শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীদের মিছিলটি কার্জন হল, টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে আসে। রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তাঁরা।
মিছিলে এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘হ্যাং দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকদের কবর খোঁড়’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘প্রত্যেকটা ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।’
ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, ‘ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার কিছুই ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করেনি। দেশজুড়ে বীভৎস নানা ঘটনা ঘটে যাচ্ছে। আট বছরের শিশু আসিয়ার সঙ্গে ভয়ংকর সহিংসতা ঘটে। স্বরাষ্ট্র কিংবা আইন উপদেষ্টা কেউই কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা সব ধর্ষকের বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’ স্লোগান দেন তিনি।
আরও খবর পড়ুন:–
দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঘোষিত হয় ধর্ষণবিরোধী মঞ্চ। এ সময় তাঁরা ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশু আসিয়ার সঙ্গে সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ডের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
রাত ২টায় রাজু ভাস্কর্যে অবস্থানকালে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এই মঞ্চের আওতায় লাগাতার কর্মসূচি পালন করার কথা বলেন তিনি।
দুই দফা ঘোষণা করে তিনি বলেন, ‘ধর্ষণের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাগুরার শিশু আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
আজ রোববার কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবেন।
এ সময় শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা।
শনিবার রাত ১২টায় ঢাবির বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার নামে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ স্লোগান নিয়ে হল থেকে বের হয়ে আসেন। হল থেকে ছাত্রীরা অভ্যুত্থানের ১৪ জুলাইয়ের রাতের মতো হাঁড়ি-পাতিল হাতে বাজনা বাজাতে বাজাতে বের হয়ে আসেন। ক্রমান্বয়ে তাদের সঙ্গে যোগ দেন হলের ছাত্ররা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন তাঁরা।
শুরুতে কবি সুফিয়া কামাল হল, পরে ক্রমান্বয়ে ড. মো. শহীদুল্লাহ্ হল, রোকেয়া হল ও অন্যান্য হলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন। কবি সুফিয়া কামাল হল ও ড. মো শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীদের মিছিলটি কার্জন হল, টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে আসে। রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তাঁরা।
মিছিলে এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘হ্যাং দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকদের কবর খোঁড়’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘প্রত্যেকটা ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।’
ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, ‘ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার কিছুই ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করেনি। দেশজুড়ে বীভৎস নানা ঘটনা ঘটে যাচ্ছে। আট বছরের শিশু আসিয়ার সঙ্গে ভয়ংকর সহিংসতা ঘটে। স্বরাষ্ট্র কিংবা আইন উপদেষ্টা কেউই কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা সব ধর্ষকের বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’ স্লোগান দেন তিনি।
আরও খবর পড়ুন:–
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
২৭ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
৪৪ মিনিট আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে