নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর তাঁদের বিজয়ী ঘোষণা করে এই ফল দেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার একতরফা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনা শুরু হয়।
নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি নিয়ে আপত্তি তুলে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর এই জয় পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে সহসভাপতির দুটি পদে আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহসম্পাদক হিসেবে জয় পেয়েছেন এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ।
এ ছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন, মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস।
গত বছর সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
জানতে চাইলে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আব্দুন নূর দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা (বিএনপিপন্থী আইনজীবী) তাঁদের মতো করে ভোট প্রতিহত করার চেষ্টা করেছেন। এর পরও অনেক ভোটার এসেছেন। নতুন নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, প্রশ্নই আসে না। এখন আর নতুন নির্বাচনের সুযোগ নেই। সামনে রোজা। তাই এই ভোট না করা ছাড়া আমাদের কোনো সুযোগও ছিল না।
আর ফেসবুক লাইভে নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। প্রতিপক্ষ শতভাগ নিশ্চিত ছিল আমরা (বিএনপিপন্থী আইনজীবী) ১৪ পদেই পাস করব। এটা বুঝতে পেরেই নির্বাচনী নীল নকশা করেছে। আমি মনে করি, গঠনতন্ত্র মোতাবেক বৈধ সাব কমিটি করে নতুন নির্বাচন হবে। আর সেটা হবে বৈধ নির্বাচন।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর তাঁদের বিজয়ী ঘোষণা করে এই ফল দেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার একতরফা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনা শুরু হয়।
নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি নিয়ে আপত্তি তুলে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর এই জয় পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে সহসভাপতির দুটি পদে আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহসম্পাদক হিসেবে জয় পেয়েছেন এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ।
এ ছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন, মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস।
গত বছর সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
জানতে চাইলে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আব্দুন নূর দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা (বিএনপিপন্থী আইনজীবী) তাঁদের মতো করে ভোট প্রতিহত করার চেষ্টা করেছেন। এর পরও অনেক ভোটার এসেছেন। নতুন নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, প্রশ্নই আসে না। এখন আর নতুন নির্বাচনের সুযোগ নেই। সামনে রোজা। তাই এই ভোট না করা ছাড়া আমাদের কোনো সুযোগও ছিল না।
আর ফেসবুক লাইভে নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। প্রতিপক্ষ শতভাগ নিশ্চিত ছিল আমরা (বিএনপিপন্থী আইনজীবী) ১৪ পদেই পাস করব। এটা বুঝতে পেরেই নির্বাচনী নীল নকশা করেছে। আমি মনে করি, গঠনতন্ত্র মোতাবেক বৈধ সাব কমিটি করে নতুন নির্বাচন হবে। আর সেটা হবে বৈধ নির্বাচন।’
রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেরাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ এলাকায় একযোগে তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে আজ সকাল থেকে মোড়টি বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কগুলোতে প্রচণ্ড যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বৃদ্ধসহ নানা শ্রেণি ও বয়সের মানুষ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকেন্দ্রিক বড় কর্মসূচি হওয়ায়
৩ ঘণ্টা আগেমাগুরার শালিখার হরিশপুর গ্রামের ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
৩ ঘণ্টা আগেসাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার পর পুলিশের সাঁজোয়া যান এপিসির ওপর থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার
৩ ঘণ্টা আগে