Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারে সব পদে আওয়ামীপন্থীদের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১১: ২৪
সুপ্রিম কোর্ট বারে সব পদে আওয়ামীপন্থীদের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর তাঁদের বিজয়ী ঘোষণা করে এই ফল দেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার একতরফা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনা শুরু হয়। 

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি নিয়ে আপত্তি তুলে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর এই জয় পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 

ঘোষিত ফলাফলে সহসভাপতির দুটি পদে আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহসম্পাদক হিসেবে জয় পেয়েছেন এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ। 

এ ছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন, মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস। 

গত বছর সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। 

জানতে চাইলে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আব্দুন নূর দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা (বিএনপিপন্থী আইনজীবী) তাঁদের মতো করে ভোট প্রতিহত করার চেষ্টা করেছেন। এর পরও অনেক ভোটার এসেছেন। নতুন নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, প্রশ্নই আসে না। এখন আর নতুন নির্বাচনের সুযোগ নেই। সামনে রোজা। তাই এই ভোট না করা ছাড়া আমাদের কোনো সুযোগও ছিল না। 

আর ফেসবুক লাইভে নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। প্রতিপক্ষ শতভাগ নিশ্চিত ছিল আমরা (বিএনপিপন্থী আইনজীবী) ১৪ পদেই পাস করব। এটা বুঝতে পেরেই নির্বাচনী নীল নকশা করেছে। আমি মনে করি, গঠনতন্ত্র মোতাবেক বৈধ সাব কমিটি করে নতুন নির্বাচন হবে। আর সেটা হবে বৈধ নির্বাচন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত