Ajker Patrika

ঢাবির ভিসির বাসভবনের সামনে ‘ডিজেপার্টি’

ঢাবি প্রতিনিধি
Thumbnail image
শিক্ষার্থীদের ডিজে পার্টি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক ও গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়। আজ রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬ টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার ও মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে একাধিকবার দাবি জানানোর পরেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তাঁর (উপাচার্য) বাসভবনের সামনে সন্ধ্যার পরে মাইক-সাউন্ডবক্স নিয়ে হিন্দি গান, ভারতীয় বাংলা গান, বাংলা গান নিয়ে ডিজেপার্টি শুরু করে বিশ্ববিদ্যলয়ের শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ডিজে পার্টি। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার্থীদের ডিজে পার্টি। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী আয়োজনে পরে বিশ্ববিদ্যালয় এলাকায় উচ্চস্বরে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী নাজমুন বলেন, ‘শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছে। টিএসসিতে সাউন্ড বক্স, মাইক বাজিয়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। তাই শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়েছে। যতক্ষণ পর্যন্ত লিখিত দেওয়া না হয় ততক্ষণ আমরা গান বাজাব।’

শিক্ষার্থীদের অবস্থানের পর উচ্চস্বরের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত