মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে খাবার কম দেখে রেগে গিয়ে মাদকাসক্ত এক তরুণ শাবলের আঘাতে মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাশেনারা বেগমের (৫০) উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার স্ত্রী। এঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
মাকে হত্যার অভিযোগে ছেলে আরিফ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া জানান। হাশেনারা বেগমের (৫০)
মামলার এজাহারের বরাতে মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, আরিফ মিয়া এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁর মা-বাবা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আরিফ কোনো কাজ করেন না, মা-বাবার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন। মাদক কেনার টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন তিনি। শনিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে খাবার খেতে গিয়ে অল্প খাবার দেখতে পেয়ে রেগে যান আরিফ। মা হাশেনারাকে খাবার কেন অল্প জিজ্ঞাসা করলে বলেন, এটা খেয়েই সন্তুষ্ট থাকতে হবে। বেশি খেতে হলে উপার্জন করে খেতে হবে। তাকে আর এভাবে বসিয়ে খাওয়াতে পারবেন না।
এজাহার সূত্রে আরও জানা যায়, এতে আরিফ ক্ষিপ্ত হয়ে বসতঘর থেকে লোহার শাবল বের করে মাকে আঘাত করেন। হাশেনারার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে আরিফ মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদীর মনোহরদীতে খাবার কম দেখে রেগে গিয়ে মাদকাসক্ত এক তরুণ শাবলের আঘাতে মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাশেনারা বেগমের (৫০) উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার স্ত্রী। এঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
মাকে হত্যার অভিযোগে ছেলে আরিফ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া জানান। হাশেনারা বেগমের (৫০)
মামলার এজাহারের বরাতে মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, আরিফ মিয়া এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁর মা-বাবা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আরিফ কোনো কাজ করেন না, মা-বাবার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন। মাদক কেনার টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন তিনি। শনিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে খাবার খেতে গিয়ে অল্প খাবার দেখতে পেয়ে রেগে যান আরিফ। মা হাশেনারাকে খাবার কেন অল্প জিজ্ঞাসা করলে বলেন, এটা খেয়েই সন্তুষ্ট থাকতে হবে। বেশি খেতে হলে উপার্জন করে খেতে হবে। তাকে আর এভাবে বসিয়ে খাওয়াতে পারবেন না।
এজাহার সূত্রে আরও জানা যায়, এতে আরিফ ক্ষিপ্ত হয়ে বসতঘর থেকে লোহার শাবল বের করে মাকে আঘাত করেন। হাশেনারার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে আরিফ মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
৭ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
১৬ মিনিট আগে‘বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটির জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে।’
২৭ মিনিট আগেরাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখা পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৩ মিনিট আগে