নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছুটির শেষ দিন হওয়ায় আজ শনিবার ঢাকামুখী মানুষের চাপ বেশি। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
সড়কে ভোগান্তি এড়াতে এবার ট্রেনে চাপ বেড়েছে। তবে টিকিট পেতে সবাইকেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যেসব ট্রেন এসেছে, প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে যাত্রীতে ঠাসা, ছাদেও ঝুঁকি নিয়ে প্রচুর যাত্রী আসতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন কারণে ঢাকায় ঈদ উদ্যাপন করেছেন যাঁরা তাঁরা এখন বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যা ফিরে আসার তুলনায় অনেক কম।
এদিকে বহু চেষ্টায় ট্রেনের টিকিট পেলেও সিট না পাওয়ায় ঢাকায় আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
হাসান ইমাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল অফিস শুরু হচ্ছে, তাই আজই চলে এলাম। ঈদের ছুটি শেষে কিছুটা আরামেই ঢাকা এসেছি। তবে ট্রেনের মধ্যে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ভোগান্তি হয়েছে। তা ছাড়া ট্রেনের টিকিটও পাওয়া যায় না। তবে যাত্রাপথে বড় কোনো সমস্যা হয়নি। আমাদের ট্রেন যথাসময়েই রংপুর থেকে ঢাকা এসেছে।’
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি সবারই ঈদের ছুটির শেষ দিন আজ। কাল রোববার থেকে সব অফিস আদালত পুরোদমে শুরু হচ্ছে, এ কারণেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে ট্রেনে। আমাদের সবগুলো ট্রেন যাত্রী নিয়ে সময়মতো ঢাকায় এসেছে এবং ছেড়ে যাচ্ছে। এবার ঈদে মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং ফিরে আসছেন।’
অপরদিকে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস থেকে নেমে গন্তব্যগামী মানুষের স্রোত দেখা গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে ফেরিঘাটেও চাপ বেড়েছে।
করোনাভাইরাসের কারণে গত দুই বছর মানুষ উৎসব করে ঈদ পালন করতে পারেননি। সে কারণে এবার পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করার আনন্দটা একটু বাড়তিই ছিল সবার মাঝে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ ছুটে গিয়েছিলেন নাড়ির টানে।
গত মঙ্গলবার ৩ মে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এবার ঈদের চার দিন ছুটির সঙ্গে আগের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা ঐচ্ছিক ছুটি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিয়েছেন আর বেসরকারি খাতের চাকরিজীবী যাঁরা ছয় দিনের সঙ্গে এক দিন ছুটি নিতে পেরেছেন তাঁদের ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ (৭ মে)। আগামীকাল রোববার কাজে যোগ দেবেন তাঁরা।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছুটির শেষ দিন হওয়ায় আজ শনিবার ঢাকামুখী মানুষের চাপ বেশি। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
সড়কে ভোগান্তি এড়াতে এবার ট্রেনে চাপ বেড়েছে। তবে টিকিট পেতে সবাইকেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যেসব ট্রেন এসেছে, প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে যাত্রীতে ঠাসা, ছাদেও ঝুঁকি নিয়ে প্রচুর যাত্রী আসতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন কারণে ঢাকায় ঈদ উদ্যাপন করেছেন যাঁরা তাঁরা এখন বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যা ফিরে আসার তুলনায় অনেক কম।
এদিকে বহু চেষ্টায় ট্রেনের টিকিট পেলেও সিট না পাওয়ায় ঢাকায় আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
হাসান ইমাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল অফিস শুরু হচ্ছে, তাই আজই চলে এলাম। ঈদের ছুটি শেষে কিছুটা আরামেই ঢাকা এসেছি। তবে ট্রেনের মধ্যে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ভোগান্তি হয়েছে। তা ছাড়া ট্রেনের টিকিটও পাওয়া যায় না। তবে যাত্রাপথে বড় কোনো সমস্যা হয়নি। আমাদের ট্রেন যথাসময়েই রংপুর থেকে ঢাকা এসেছে।’
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি সবারই ঈদের ছুটির শেষ দিন আজ। কাল রোববার থেকে সব অফিস আদালত পুরোদমে শুরু হচ্ছে, এ কারণেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে ট্রেনে। আমাদের সবগুলো ট্রেন যাত্রী নিয়ে সময়মতো ঢাকায় এসেছে এবং ছেড়ে যাচ্ছে। এবার ঈদে মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং ফিরে আসছেন।’
অপরদিকে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস থেকে নেমে গন্তব্যগামী মানুষের স্রোত দেখা গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে ফেরিঘাটেও চাপ বেড়েছে।
করোনাভাইরাসের কারণে গত দুই বছর মানুষ উৎসব করে ঈদ পালন করতে পারেননি। সে কারণে এবার পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করার আনন্দটা একটু বাড়তিই ছিল সবার মাঝে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ ছুটে গিয়েছিলেন নাড়ির টানে।
গত মঙ্গলবার ৩ মে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এবার ঈদের চার দিন ছুটির সঙ্গে আগের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা ঐচ্ছিক ছুটি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিয়েছেন আর বেসরকারি খাতের চাকরিজীবী যাঁরা ছয় দিনের সঙ্গে এক দিন ছুটি নিতে পেরেছেন তাঁদের ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ (৭ মে)। আগামীকাল রোববার কাজে যোগ দেবেন তাঁরা।
বড়লেখায় প্রকাশ্যে ব্যবসায়ী ও তাঁর মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
৪ মিনিট আগে২০০৫ সাল। দিনটি ছিল বৃহস্পতিবার। সালাউদ্দিন ফরাজির বয়স ছিল তখন ৪৫ বছর। পাঁচ সন্তানের জনক সালাউদ্দিন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গাজীপুরে মেয়ের বাসায় বেড়াতে রওনা দেন।
১৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ঘাটটি ইজারা নিয়েছিলেন জেলা শহরের মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্সের মালিক শিবু লাল দাস।
১৭ মিনিট আগেরাজশাহীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কীটনাশক ও বালাইনাশক। সরকার নিষিদ্ধ করলেও নানা নামে এসব কীটনাশক বাজারজাত করা হচ্ছে। ফলে পরিবেশ, প্রকৃতি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। ৯৩ দশমিক ৩৭ শতাংশ ব্যবহারকারীই জানেন না এটি নিষিদ্ধ ও বিপজ্জনক।
২১ মিনিট আগে