Ajker Patrika

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‍্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আনন্দ র‍্যালি। ছবি : আজকের পত্রিকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আনন্দ র‍্যালি। ছবি : আজকের পত্রিকা।

কিশোরগঞ্জে আনন্দ র‍্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন হওয়া উপলক্ষে এই আনন্দ র‍্যালি করেন তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্সের নেতৃত্বে র‍্যালিটি গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক শরিফুল হক জয়, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসীম, যুগ্ম সদস্যসচিব আদিফুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক রহমত উল্লাহ চৌধুরী হাসিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত